প্রশ্ন : লাল কাপড় পরিধান করা জায়েয আছে কি?

উত্তর :

পুরুষের জন্য নিরেট লাল রঙের কাপড় পরিধান করা মাকরূহ। তবে লালের সাথে অন্য কোন রঙ মিশ্রিত হলে তা ব্যাবহার করতে অসুবিধা নেই। আর মহিলাদের জন্য নিরেট লাল রঙের কাপড় ব্যাবহারে কোন সমস্যা নেই।-আদ্দুররুল মুখতার ৬/৩৫৮;আল বাহরুর রায়েক ৮/১৯০;ইমদাদুল ফাতাওয়া ৪/১২৫।

 

Loading