প্রশ্ন : আসসালামু আলাইকুম। ৩-৪ রাকাআত নামাযের সময় ২ রাকাআতের পর তাশাহহুদে বসে আত্তাহিয়াতু কতটুকু পড়তে হবে? আমার এক বন্ধু বলেছে অর্ধেক (আশহাদু আল্লাইলাহা ইল্লাল্লাহু) পর্যন্ত পড়তে হবে। আমি এতদিন যাবত সম্পূর্ণ আত্তাহিয়াতু পড়েছি। এতে কি আমার নামাযের সমস্যা হবে? দয়াকরে জানাবেন।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
আপনার বন্ধুর কথা সঠিক নয়। তিন ও চার রাকাআত বিশিষ্ট নামাযের দ্বিতীয় রাকাআতের বৈঠকে আত্তাহিয়াতু পূরো পড়া ওয়াজিব।ভুলে না পড়লে সিজদায়ে সাহূ দেওয়া ওয়াজিব। অন্যথায় নামায সহীহ হবে না।– সহীহ মুসলিম, হাদীস নং ১১৩৮; সুনানে নাসাঈ, হাদীস নং ১১৬২;আদ্দুররুল মুখতার ২/১৫৯ (যাকারিয়া)।