প্রশ্ন : অতীতে অনেক ফরজ রোজা ইচ্ছাকৃত, না জেনে বুঝে বাদ পড়ে গেছে। এখন জ্ঞান বুঝ হওয়ার পর ভাবছি অতিতে ভূল করে ফেলেছি। এই ফরজ রোজা গুলোর জন্য কি কোন কাফফারা আছে নাকি তওবা করতে হবে। জানালে উপকৃত হব।

উত্তর :

ছেড়ে দেওয়া প্রতিটি রোযার পরিবর্তে একটি করে রোযা ক্বাজা করতে হবে এবং ইচ্ছাকৃত ভাবে রোযা ছেড়ে দেওয়ার কারনে আল্লাহ্‌ তাআলার নিকট খাটিভাবে তাওবা করতে হবে।– সহীহু মুসলিম, হাদীস নং ৭৮৯; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৩৫১৮

Loading