প্রশ্ন : আসসালামু আলাইকুম’হযরত;আল্লাহ দয়া আশা করি ভালো আছেন।আমার প্রশ্ন টা হলো:-আমি কি আমার বাবা-মা জানাযা নামাজ পড়াতে পারবো?আমি যদি মাদ্রাসার ছাত্র না,আলেম না।তবে আমি যদি ও জেনারেল শিক্ষিত,সুন্নাতের পাবন্দি করার চেষ্টা করি।ইমাম না থাকলে’ইমাম আমায় দিয়ে যায় পরির্বতে,আলহামদুলিল্লাহ আমার প্রায় ই ৫ ওয়াক্ত নামাজ পড়ানোর সুযোগ হয়।আমি পড়াতে পারবো বলে ইকিন।আমার মা অসিয়ত ও যে ইচ্ছে আমি পড়াই।আমি এখন অর্নাস ফাইনাল ইয়ার পরিক্ষা দিবো এই কতক দিন পরে,{দোয়া করবেন হযরত}।হায়াত কখন চলে যায় তা জানিনা’আব্বু আম্মু আগে আমি ও মরতে পারি,তবে এরপর ও জানতে চাওয়া।২য় প্রশ্ন হলো:-কারো জন্য কি এভাবে দোয়া করা জায়েজ’যখন কেউ বললো’আল্লাহ আমার পর তোমার মরণ দিক’তখন অন্য জন বললো না আল্লাহ আমার পর তোমার মরণ দিক?যেমন কেউ এভাবে দোয়া করলো ইয়া আল্লাহ আমার পর আমার বাবা মা মরণ দিও?এভাবে কি বলা- চাওয়া যায়?

উত্তর :

(ক) আপনি যদি সহীহ শুদ্ধরূপে জানাযার নামায পড়াতে সক্ষম হন তবে আপনি আপনার পিতা-মাতার জানাযা পড়াতে পারবেন।–আদ্দুররুল মুখতার ২/২২০,২২১; আল-বাহরুর রায়েক ২/৩১৬,৩১৭; হাশিয়ায়ে তাহতাবী পৃঃ ৫৯০

(খ) এভাবে না বলা চাই। হাদীস শরীফে মৃত্যু কামনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।কারো যদি  মৃত্যু কামনা করতেই হয় তবে যেন কল্যাণের সাথে মৃত্যুকে সম্পৃক্ত করে এভাবে বলে, হে আল্লাহ্‌ যদি আমার মৃত্যুতে কল্যাণ থাকে তবে আমার মৃত্যু দাও।কাজেই প্রশ্নোক্ত ক্ষেত্রে এভাবে দুআ করা যেতে পারে আমার পর তোমার মরণে যদি কল্যাণ থাকে তবে আল্লাহ্‌ তাই দিক।–সহীহু মুসলিম, হাদীস নং ৬৯৯০; সুনানে নাসাঈ, হাদীস নং ১৮১৭; সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩১১১

Loading