প্রশ্ন : assalamualaykum via iman ar akaid ai 2i ta baranor upay ki …ai 2i ta te akdm mtittu porjonto ki kore tike thaka jay ki korle tike thaka jay aktu way gola jdi bolten khubi upokrito hoitam

উত্তর :

ঈমান বাড়ানোর জন্য নিম্নলিখিত কাজগুলো করতে পারেন।
১। হক্কানী উলামায়ে কেরামের নিকট আসা-যাওয়া করা ও তাদের ওয়াজ নসীহত শোনা এবং সহীহ দ্বীনী কিতাব পড়াশোনা করা।
২। সহীহ শুদ্ধভাবে বেশী বেশী কুরআনে কারীমের তেলাওয়াত করা।
৩। বেশী বেশী জিকির-আযকার করা। বিশেষভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশী করে করা।
৪। বেশী বেশী আল্লাহ তাআলার বড়ত্তের মুজাকারা করা।
৫। অপরকে বেশী বেশী ঈমানের দাওয়াত দেওয়া।
৬। নেকীর কাজ বেশী বেশী করা।
৭। সকল প্রকার গোনাহ থেকে বেঁচে থাকা।
৮। সাধ্যমত দাওয়াত ও তাবলীগে সময় লাগান।

আর ঈমানের উপর মৃত্যু পর্যন্ত টিকে থাকার জন্য উপরের কাজগুলোর পাশাপাশি আল্লাহ তাআলার নিকট দুআ করতে হবে এবং ঈমানের মেহনত করতে হবে। অর্থাৎ অপরকে বেশি বেশি ঈমানের দাওয়াত দিতে হবে। -সূরা আনফাল, আয়াত ২; মুসনাদে আহমাদ,হাদীস নং ৮৭১০।

Loading