প্রশ্ন : কেউ যদি হুরমতে মুছাহারাহ এর বিধান না জেনে এই পাপ করে এবং এই বিধান জানার পর নিজেকে শুধরে নেয় তার বিধান কি হবে? এ বিষয়ে দয়া করে জানাবেন।
উত্তর :হুরমতে মুসাহারাহ কেউ জেনে করুক বা না জেনে করুক সর্বাবস্থায় এর বিধান সাব্যস্ত হয়ে যাবে। কোন বিজ্ঞ মুফতী সাহেবের কাছ থেকে বিস্তারিত বিধান জেনে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সেটা কার্যকর করতে হবে। এরপর নিজেকে শুধরে নিয়ে তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করা হয়েছে। তাই শরীয়তের বিধান সম্পর্কে অজ্ঞ থাকাও গোনাহের কাজ। আর অজ্ঞতার দরুন কৃত অন্যায়ের পরিণাম ভয়াবহ হয়।-সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২২৪; আহকামুল কুরআন, মুফতী শফী ২/১৫২; ফাতাওয়া তাতার খানিয়া ৪/৫২; আল-হেদায়া ২/৩০৯; ফাতহুল বারী ৯/৬৭; তাবয়ীনুল হাকায়েক ২/৪৬৯