প্রশ্ন : হিন্দুরা যদি মুসলমানদেরকে তাদের বিবাহ, শ্রাদ্দের অনুষ্ঠানের খাবার আলাদাভাবে তাদের অর্থায়নে মুসলমানদের তত্বাবধানে মুসলমানদের মাধ্যমে জবাই, রান্নাবান্না ইত্যাদির মাধ্যমে খাওয়ায় তাহলে খাওয়া জায়েয হবে কি?

উত্তর :

শ্রাদ্দের অনুষ্ঠানে যাওয়া এবং তা খাওয়া জায়েয হবে না।
আর রইল বিবাহ, যদি তাদের ধর্মীয় রীতি অনুযায়ী বিবাহের আকদের অনুষ্ঠান হয় তবে যাওয়া যাবে না। আর শুধু খাওয়ার অনুষ্ঠান হলে যদি সেখানে শরয়ী দৃষ্টিকোণ থেকে আপত্তিকর বা গোনাহের কিছু না থেকে থাকে তবে একান্ত প্রয়োজনে যাওয়া যেতে পারে।
উল্লেখ্য যে, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আন্তরিক মহব্বত রাখা হারাম। তাই একান্ত অপারগতা ব্যতীত তাদের দাওয়াত গ্রহন না করা চাই। আর যদি দাওয়াতে যাবার উদ্দেশ্য তাদের ইসলামের প্রতি দাওয়াত বা হেদায়েত হয় তাহলে তাদের দাওয়াতে যাওয়া যে উত্তম এতে কোন সন্দেহ নেই।–সূরা মায়েদাহ, আয়াত ৫১, ৫৭; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪৮

Loading