প্রশ্ন : আমাদের গ্রামের মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক ইসলামী জলসা হয়, জলসা উপলক্ষে গ্রামের লোক সহ অতিথি বৃন্দকে মেহমানদারী করা হয়, মসজিদের দান করা টাকা থেকে, এই মেহমানদারী জায়েয হবে কি?
উত্তর :মসজিদের উন্নয়নের জন্য দান করা টাকা থেকে মেহমানদারী করা জায়েয হবে না। তবে যদি মেহমানদারীর জন্য আলাদা ফান্ড থাকে এবং উক্ত ফান্ডে কেউ দান করে তবে তা থেকে খরচ করা যাবে।–আল বাহরুর রায়েক ৭/৩০; রদ্দুল মুহতার ১৭/৪৭৪ (শামেলা)