প্রশ্ন : আমার অফিসিয়াল কাজের কারনে একটা রোযা রাখতে পারি নাই। রোযা রাখলে ভেঙ্গে ফেলার উপক্রম হতো, তার জন্য আমাকে কাফফারা দিতে হবে, নাকি একটা রোযা রেখে দিলে হবে।

উত্তর :

রোযা না-ই রেখে থাকলে কাফফারা আসবে না। বরং শধুমাত্র ক্বাযা করতে হবে।

উল্লেখ্য যে, এভাবে অফিসিয়াল কাজের জন্য রোযা না চরম অন্যায় হয়েছে। বরং আপনার করনীয় ছিল রোযা রাখা। অতঃপর কষ্টের কারণে রোযা রাখতে অপারগ হলে তখন ছেড়ে দেওয়া। তাছাড়া রোযা রেখে এমন কাজ করাও মাকরূহ যার দরুন রোযা রাখা কষ্টকর হয়ে পড়ে। তাই আপনি আল্লাহ তাআলার নিকট খালেছভাবে তাওবা করে নিবেন। আর রোযাটি ক্বাযা কর নিবেন।

Loading