প্রশ্ন : আসসালামু আলাইকুম। হুজুর আমার পানীয় পান করা সম্পর্কে কয়েকটি প্রশ্ন আছে। ১। কফি পান করা কি হারাম? ২। আমাদের দেশে যেসব পানীয় পান করা হয় যেমন, Seven up, Pepsi, Cocacola সহ আরও যেসব soft drinks আছে সেগুলো পান করা কি ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম? ৩। আমি বা আমরা কোন কেন পানীয়গুলো পান করতে পারবো?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

১। না, হারাম নয়, জায়েয।

২+৩। এগুলোও মূলত জায়েয। যদিও এগুলোতে বিশেষ কোন উপকার নেই।

তবে এনার্জি ড্রিংক বা যেগুলোতে অ্যালকোহল রয়েছে সেগুলো পান করা নাজায়েয।

Loading