প্রশ্ন : আসসালামু আলাইকুম, মুহতারাম। আমার প্রশ্ন হলো আসরের দুই রাকাআত নামায আত্তাহিয়্যাতু ছাড়া সূর্য অস্ত যাবার আগে পড়া যায় তবে তা আদায় হবে নাকি কাযা পড়তে হবে? জাযাকাল্লাহ খয়রন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম

হ্যাঁ, উক্ত নামাযই চার রাকাআত পুরা করে নামায শেষ করবে। ক্বাযা আদায় করতে হবে না।–আল বাহরুর রায়েক ১/১৮২; বাদায়েউস সানায়ে ১/৩৯৬

Loading