প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। হাদিয়া নেয়া ও দেয়া সুন্নাত কি? রেফারেন্স দিলো উপকৃত হতাম? ২। বাংলাদেশের অনেক মাশায়েখদের দেখা যায় তারা হাদিয়া গ্রহণ করে না, আবার অনেক মাশায়েখকে হাদিয়া দিলে গ্রহণ করেন, তো যারা হাদিয়া গ্রহণ করে না তারা কি সুন্নাতের খেলাফ করছেন?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। হ্যাঁ, সুন্নাত। হাদীস শরীফে আছে-
عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم قال تهادوا فإن الهدية تذهب وحر الصدر
অর্থঃ হযরত আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা একে অপরকে হাদিয়া দাও। নিশ্চয়ই হাদিয়া অন্তরের বিদ্বেষকে দূর করে দেয়।–সুনানে তিরমিজী, হাদীস নং ২১৩০
২। যারা গ্রহন করেন না তারা নিশ্চয়ই কোন উযরের কারনে গ্রহন করেন না। যেমন কারো সম্পূর্ণ আয় হারাম হলে অথবা প্রদেয় হাদিয়া হারাম মাল থেকে দিয়ে থাকলে তা নেওয়া শরয়ী দৃষ্টিকোণ থেকে নিষেধ। এমন কোন উযরের কারনেই অনেকেই সকল হাদিয়া ঢালাওভাবে গ্রহণ করেন না।