প্রশ্ন : সরকারি ফান্ডে যাকাত দিলে যাকাত আদায় হবে?
উত্তর :ইসলামী হুকুমাত বা রাষ্ট্র না হলে সরকারকে যাকাত দেওয়া মুশকিল। ইসলামী রাষ্ট্র কায়েম করতে যাদের কোন চেষ্টা বা অবদান নেই এবং যাদের নামায কায়েমের ব্যাপারে কোন ভুমিকা নেই, মূলত তাদের যাকাত উসূল করার কোন অধিকার নেই। তাদের দ্বীনী মূল্যবোধ না থাকায় তা সঠিক খাতে ব্যবহারের বিষয়টি প্রশ্নবিদ্ধ। তাই ইসলামী হুকুমাত না থাকলে যাকাত নিজ জিম্মায় আদায় করতে হবে।–আহসানুল ফাতাওয়া ৪/২৮৫; জাওয়াহিরুল ফিকহ ২/৮৯