প্রশ্ন : যারা দারিদ্র্য পরিবারের পাত্র তারা স্ত্রীর মোহর কিভাবে পরিশোধ করবে? নগদ তো দেওয়া সম্ভব না।

উত্তর :

তাদের সাধ্যমত ধীরে ধীরে তারা পরিশোধ করবে।
উল্লেখ্য যে, মোহর আদায় করা ফরজ। তাই তা সামর্থ্যের মধ্যে নির্ধারণ করা উচিত। বর্তমানে তো মোহর একটি ফর্মালিটি বা তামাশায় পরিণত হয়েছে। অনেককেই দেখা যায় মাসিক ইনকাম ৮/১০ হাজার। কিন্তু মোহর ধরেছে ২ লক্ষ টাকা। অথচ তার আয়ে তার সংসারই চলে না। সে এই মোহরের টাকা কিভাবে আদায় করবে? তাই মোহর নির্ধারণে বাড়াবাড়ি না করা চাই।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ২১০৮; সুনানে নাসায়ী, হাদীস নং ১৮৮৭

Loading