প্রশ্ন : ১। আমার বোনের তালাক হয়েছে। এখন আমি কি তার স্বামীকে বিয়ে করতে পারি? ২। যদি করি তাহলে পরিবারের পক্ষ থেকে আমাদের আলাদা করার জায়েজ আছে কিনা? ৩। কারন আমি আমার বাবার কিছু টাকা আমি খরচ করে ফেলেছি যেটা নিয়ে পরিবার আমাকে চাপ দিচ্ছে। আমি যদি বোনের স্বামীকে বিয়ে করি এই টাকা নিয়ে কোন সমস্যা করতে পারবে কিনা জানাবেন প্লিজ।
উত্তর :১। আপনার বোনের ইদ্দত পুরা হয়ে গেলে শরয়ী দৃষ্টিকোণ থেকে বিবাহ করতে কোন সমস্যা নেই। ইদ্দত পূর্ণ হওয়ার পূর্বে বিবাহ করা জায়েয নেই।
২। আপনার পিতামাতার মতকে প্রাধান্য দেওয়া উচিত। তারা রাজী না থাকলে তা নিশ্চয়ই আপনার স্বার্থে। তাদের অমতে বিবাহ না করাই কর্তব্য।
৩। বিষয়টি আমি বুঝিনি।