প্রশ্ন : একান্নবর্তী পরিবারের সদস্যদের মধ্যে যদি কোন সদস্যের নেছাব পরিমান অর্থ সম্পদ থাকে, তবে কি প্রত্যেক সদস্যকেই কুরবানী দিতে হবে, নাকি মুল মালিক ১টি কুরবানী দিলেই সকল সদস্যের কুরবানী আদায় হয়ে যাবে?
উত্তর :যার যার উপর কুরবানী ওয়াজিব তাদের প্রত্যেকের নামে কুরবানী দেওয়া জরুরী। একজনের নামে কুরবানী দিলে অন্যের পক্ষ থেকে তা আদায় হবে না। তবে কোন সদস্য অন্যদের থেকে অনুমতি নিয়ে যদি একটি গরু ক্রয় করে সাত ভাগ সাত নামে কুরবানী করে তবে তা (অন্যদের পক্ষ থেকেও) সহীহ হবে। কিন্তু গরুর একটি ভাগ বা একটি ছাগল কেবল একজনের পক্ষ থেকে আদায় হবে। একাধিক ব্যক্তির পক্ষ থেকে আদায় হবে না।