প্রশ্ন : আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহর। আমার কিছু প্রশ্ন ছিল। আমি ওয়াসওয়াসা সমস্যায় জর্জরিত। যদিও আগে তা আমার নিজের ভুল মনে হলেও আল্লাহ তায়ালার রহমতে তা আমি জানতে পেরেছি। আপনাদেরও অশেষ ধন্যবাদ উওর দিয়ে কৃতার্থ করবার জন্য। তবে আমার এখনও একটি বিষয়ে সন্দেহ রয়ে গেছে। আশা করছি আপনারা এই ব্যাপারে মত দিতে পারবেন। ১। আল্লাহ ও নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে যদি কোনো খারাপ চিন্তা আসলে অথবা ২। কারো সম্পর্কে যদি হীন চিন্তা আসে যা অনিচ্ছকৃত তাহলে কি গুনাহ হবে যদি তা আমলে পরিণত না করা হয়? ৩। মনে যত খারাপ চিন্তায় আসুক (অনিচ্ছায়) আমলে পরিণত না হলে কি গুনাহ হবে? উওর দিয়ে কৃতার্থ করবেন।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১+২+৩। নিম্নোক্ত লিঙ্কে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন ইংশাআল্লাহ-
http://muftihusain.com/ask-me-details/?poId=1354

Loading