প্রশ্ন : কেউ যদি আত্মীয়কে বাড়ি বানানোর কাজে টাকা কর্জ দেয় এবং ওই বাড়ির ভাড়া থেকে মাসিক হারে কিছু লভাংশ পায় আর মূল টাকা তার চাহিদামত নিতে পারবে, তাহলে ওই ভাড়ার টাকা নেয়া কি জায়েয বা সুদমুক্ত হবে? দয়াকরে সত্তর জানাবেন। ধন্যবাদ

উত্তর :

না, টাকা কর্জ দিয়ে মুল টাকার পাশাপাশি বাড়ি ভাড়ার নামে কিছু নেওয়া জায়েয হবে না। এটা স্পষ্ট সূদের অন্তর্ভুক্ত। পূর্বে কিছু নিয়ে থাকলেও তা মালিককে ফিরিয়ে দিবেন এবং আল্লাহ তাআলার নিকত খালেছভাবে তাওবা করে নিবেন।–আল বাহরুর রায়েক ৬/৩৪৪; মাবসূতে সারাখসী ৭/৬৭ (শামেলা)

Loading