প্রশ্ন : আসসালামু আলাইকুম, হুরমাতে মুসাহারা এর মাসআলা জানার পর থেকে আমি এই ব্যাপারে ওয়াসওয়াসা রোগে ভুগছি। আমি চেয়ারে বসে মোবাইলে জরুরী কাজ করছিলাম, আমার পাশের চেয়ারে আমার বোনের মেয়ে (বয়স ১২ বছর) বসা ছিল। তার কোলে আমার ৭ মাস বয়সী ভাতিজা ছিল। এক পর্যায়ে আমার শরীরে আমি এক অদ্ভুদ ফিল করি। তখন মনে হয়েছিল আমার ভাতিজার হাত আমার শরীরে লাগার কারণে এমন হয়েছে। আমার বোনের মেয়ের হাত লাগলো কি না এই ব্যাপারে আমি নিশ্চিত না। এখন কি এর কারণে হুরমাতে মুসাহারা সাব্যস্ত হয়ে যাবে। দয়া করে বিষয়টি জানালে উপকৃত হব।
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, এখানে হুরমাতে মুসাহারার কোন কিছু নেই। তাই পেরেশান হবার কিছু নেই।