যানবাহনে আরোহনের সুন্নাত সমূহ
১। ডান পা দিয়ে যানবাহনে আরোহন করা। (সহীহুল বুখারী, হাদীস নং ১৬৮; সুনানে নাসায়ী, হাদীস নং ১১২)
২। পাদানিতে পা রেখে বিসমিল্লাহ বলা। (সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৬০৪; মুসনাদে আহমাদ, হাদীস নং ৭৫৩)
৩। ভালভাবে আসন গ্রহন করে আলহামদু লিল্লাহ বলা। (সুনানে তিরমিজী, হাদীস নং ৩৪৪৬; মুসনাদে আহমাদ, হাদীস নং ১০৫৬)
৪। অতঃপর এই দুআ পড়া-
سُبْحَانَ الَّذِى سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ
(সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৬০৪; আস-সুনানুল কুবরা, নাসায়ী, হাদীস নং ৮৭৯৯)
৫। তারপর তিনবার আল-হামদু লিল্লাহ বলা। অতঃপর তিনবার আল্লাহু আকবার বলা। (সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ২৬৮৯; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৬০৪)
৬। এরপর এই দুআ পড়ে মুচকি হাসা-
سُبْحَانَكَ إِنِّى ظَلَمْتُ نَفْسِى فَاغْفِرْ لِى فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
(মুসনাদে আহমাদ, হাদীস নং ৯৩০; সুনানে আবূ দাউদ, হাদীস নং ২৬০৪)
৭। নৌযানে আরোহন করে এই দুআ পড়া-
بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَحِيمٌ
(আল মু’জামুল কাবীর, ত্বাবারানী, হাদীস নং ১২৬৬১; মুসনাদে আবূ ইয়ালা, হাদীস নং ৬৭৮১)