ইস্তিঞ্জার সুন্নাত সমূহ
১। খোলা জায়গায় ইস্তিঞ্জা করলে এমন স্থান গ্রহন করা যেখানে মানুষের নজর পড়ে না। (সুনানে আবূ দাউদ, হাদীস নং ২)
২। পেশাবের জন্য এমন নরম স্থান তালাশ করা যেখান থেকে শরীরে বা কাপড়ে পেশাবের ছিটা না লাগে। (মুসনাদে আহমাদ, হাদীস নং ১৯৫৩৭)
৩। আল্লাহ তাআলার নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম বা কুরআনের কিছু লিখিত বস্তু নিয়ে ইস্তিঞ্জায় না যাওয়া। (সুনানে তিরমিজী, হাদীস নং ১৭৪৬)
৪। মাথা ঢেকে যাওয়া। (সুনানে বাইহাক্বী, হাদীস নং ৪৬৫)
৫। জুতা,স্যান্ডেল পরিধান করে যাওয়া। (সুনানে বাইহাক্বী, হাদীস নং ৪৬৫; ত্বাবক্বাতে ইবনে সাদ ১/৩৮৩)
৬। মানুষ চলাচলের রাস্তায়, পানিতে, গোসল খানায়, ছায়াদার গাছের নিচে, কোন গর্তে ইস্তিঞ্জা না করা। (সহীহ মুসলিম, হাদীস নং ৬৪১, ৬৮১; সুনানে নাসায়ী, হাদীস নং ৩৪, ৩৬)
৭। টয়লেটে প্রবেশের পূর্বে প্রথমেبِسْمِ اللَّهِ পড়ে অতঃপর এই দুআ পড়া-
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
(ফাতহুল বারী ১/২৪৪; সহীহ বুখারী, হাদীস নং ১৪২; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২৯৭)
যখন খোলা ময়দানে ইস্তিঞ্জা করবে তখন কাপড় উঠানোর পূর্বে উক্ত দুআ পড়বে।
৮। বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করা। (সুনানে আবূ দাউদ, হাদীস নং ৩২)
৯। যথাসম্ভব বসার নিকটবর্তি হয়ে সতর খোলা। (সুনানে তিরমিজী, হাদীস নং ১৪)
১০। ইস্তিঞ্জার সময় কিবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা। (সহীহ বুখারী, হাদীস নং ১৪৪)
১১। বসে পিশাব পায়খানা করা। দাড়িয়ে না করা। (সুনানে নাসায়ী, হাদীস নং ২৯)
১২। বাম পায়ে ভর দিয়ে বসা। (ত্বাবারানী, আল-মুজামুল কাবীর, হাদীস নং ৬৬০৫)
১৩। ইস্তিঞ্জার সময় বিনা প্রয়োজনে কোন প্রকার কথা-বার্তা না বলা। (সুনানে আবু দাউদ, হাদীস নং ১৫)
১৪। পেশাব ও নাপাক পানির ছিটা থেকে সতর্কতার সাথে বেঁচে থাকা। (সহীহুল বুখারী, হাদীস নং ২১৮)
১৫। পায়খানার পর পানি খরচ করার পূর্বে তিন বার ঢিলা-কুলুখ বা টয়লেট পেপার ব্যবহার করা। (সহীহ মুসলীম, হাদীস নং ৯৩০)
১৬। পেশাবের পর ঢিলা-কুলুখ নিয়ে আড়ালে খানিকটা হাটা চলা করে কতরা বন্ধ হওয়া নিশ্চত করা। (মুসনাদে আহমাদ, হাদীস নং ১৯০৭৬)
১৭। ঢিলা -কুলুখ ব্যবহারের পর পনি ব্যবহার করা। (সহীহুল বুখারী, হাদীস নং ১৫০)
১৮। ঢিলা-কুলুখ ও পানি বাম হাত দিয়ে ব্যবহার করা। এবং ডান হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ না করা। (সহীহুল বুখারী, হাদীস নং ১৫৪)
১৯। হাড্ডি, কয়লা ও পশুর মল ঢিলা-কুলুখ হিসাবে ব্যবহার না করা। (সুনানে আবু দাউদ, হাদীস নং ৩৯)
২০। টয়লেট থেকে ডান পা দিয়ে বের হওয়া। (মুসনাদে আহমাদ, হাদীস নং ২৬৫০৭)
২১। টয়লেট থেকে বের হয়ে বা দুর্গন্ধময় স্থান ত্যাগ করে এই দুআ পড়া-
غُفْرَانَكَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنِّي الأَذَى وَعَافَانِي
(সুনানে তিরমিজী, হাদীস নং ৭; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩০১)