ঘুম থেকে উঠার সুন্নাত সমূহ
১। ঘুম থেকে উঠার পর উভয় হাত দ্বারা মুখমন্ডল ও চক্ষুদ্বয়কে হালকাভাবে মর্দন (ডলা ডলি ) করা,যাতে ঘুমের ভাব কেটে যায়। (সহীহ বুখারী, হাদীস নং ১৮৩)
২। ঘুম থেকে উঠে এই দুআ পড়া-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
(সহীহ বুখারী,হাদীস নং ৬৩১৪)
৩। ঘুম থেকে উঠার পর মুখমন্ডল ও উভয় হাত ধৌত করা। (সহীহ মুসলিম, হাদীস নং ৭২৪)
৪। ঘুম থেকে উঠার পর মিসওয়াক করা। উযূর জন্য ভিন্নভাবে মিসওয়াক করা সুন্নাত। (সহীহ বুখারী,হাদীস নং ১১৩৬)