প্রশ্ন : اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎ আমি জানতে চাই মুহতারাম মুফতী সাহেব, উলামায়ে কেরামগন মসজিদ মাদ্রাসায় দ্বীনের খেদমত করার কারণে তদের প্রত্যেকদিনের প্রায় পুরোটা সময় মাদ্রাসায় তালীম দেওয়াতে ব্যস্ত থাকতে হয়, এক্ষেত্রে উনারা কোন ব্যবসা বা অন্য কোন ইনকাম সোর্স বের করার সুযোগ থাকে না। সেক্ষেত্রে উনাদের ফ্যামিলি মেইন্টেন করতে উনাদের টাকার অবশ্যই প্রয়োজন হয়। এখন তারা কি দ্বীন শিক্ষা দিয়ে চুক্তি করে বা চুক্তি না করেও সেলারী হিসেবে টাকা নেওয়া জায়েয হবে? দলীল সহ রেফারেন্স দিলে আমি খুব উপক্রিত হতাম। যদিও এখন সেলারী চুক্তি করেই নেওয়া হয়ে থাকে।

উত্তর :

و عليكم السلام و رحمة الله
হ্যাঁ, ন্যায়সঙ্গতভাবে জায়েয। নিম্নোক্ত লিঙ্কে এ ব্যাপারে আপনি দলীলসহ বিস্তারিত জানতে পারবেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=2071

Loading