প্রশ্ন : আসসালামু আলাইকুম হুজুর আমার ছোট খালার বিবাহ সময় আমার বড় খালার ছেলে আমার মায়ের বুকের দুধ খায় তখন তার বয়স ছিল 2 বছর 5 মাস তাহলে তার সাথে কি আমার বিবাহ জায়েয হবে? এ বিষয়ে বিস্তারিত জানালে খুবই উপকৃত হব।

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
না, তার সাথে আপনার বিবাহ জায়েয হবে না। আড়াই বছরের ভিতরে কেউ কারো মায়ের দুধ পান করলে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েয নয়। কেননা সে তার দুধ ভাই/বোন হয়ে যায়।–সূরা আহকফ, আয়াত ১৫; সহীহ মুসলিম, হাদীস নং ৩৬৪২; রদ্দুল মুহতার ৩/২০৯; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৭/৩১২

Loading