কুরবানীর পশুর কোন অংশ বিক্রি করা
মাসআলাঃ কুরবানীর পশুর কোন অংশ কুরবানীদাতার জন্য বিক্রি করা জায়েয নয়। যদি কোন কিছু বিক্রি করে ফেলে তবে তার মুল্য ছদকাহ করা ওয়াজিব। অনুরূপভাবে কুরবানীদাতার নিকট থেকে জেনেশুনে কুরবানীর পশুর কোন কিছু ক্রয় করাও না জায়েয। ফাতাওয়া হিন্দীয়া-৫/৩০১
মাসআলাঃ অনেক সময় গরীব-মিসকীনেরা বাড়ি বাড়ি গিয়ে হাড়,চর্বি ইত্যাদি সংগ্রহ করে। অতঃপর তারা তা বিক্রি করে। এটা জায়েয। মোটকথা কুরবানীদাতা কোন কিছু বিক্রি করতে পারবে না।- বাদায়েউস সানায়ে ৪/২২৫