প্রশ্ন : ১. যেই ঘরে টেলিভিশন আছে সেই ঘরে নামায পড়লে কি নামায মাকরূহ হবে? ২. যারা স্মার্টফোনে নাটক/ছবি দেখে, ইউটিউব, বা ফেইসবুক চালায় তারা কি ফাসেক বলে গন্য হবে? ৩. নামাযে “আল্লাহু আকবার” বলার সময় ইমাম সাহেব যদি “আল্লাহু আকবার” শব্দের “আলিফে” দুই বা তিন আলিফ পরিমাণ টান দেয়, তাহলে কি নামায ভেঙে যাবে?
উত্তর :১। তা বন্ধ থাকলে নামায মাকরূহ হবে না।
২। হ্যাঁ, সিনেমা নাটক দেখলে তো ফাসেক গণ্য হবে। আর ফেসবুকের ব্যাপারে জানতে আপনি নিম্নোক্ত লিঙ্ক ভিজিট করতে পারেন-
http://muftihusain.com/ask-me-details/?poId=1692
৩। না, নামায ভাঙবে না। তবে এক আলিফ থেকে বেশি টানা খেলাফে সুন্নাত।