প্রশ্ন : আসসালামু আলাইকুম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানী–এদের বক্তব্য কি শোনা এবং বিশ্বাস করা যাবে? কারণ আব্দুর রাজ্জাকের কিছু বক্তব্য আমাকে খুবই বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। যেমন ১। কোন হানাফী মসজিদে ফজর এবং আসরের নামায পড়া যাবে না, দরকার হলে একা বাড়িতে পড়তে হবে। কারণ তারা আউয়াল ওয়াক্তে নামায পড়ে না, দেরিতে পড়ে। ২। সদকায়ে ফিতর কখনোই টাকা দিয়ে আদায় হবে না, শষ্য দিয়েই আদায় করতে হবে। ৩। মুসাফির ব্যক্তির সফরের সময়কাল নির্দিষ্ট না থাকলে তাকে কসর আদায় করতে হবে, যদিও সে ৬ মাস বা তার অধিক সময় সফরে অবস্থান করে। ৪। উমরী কাযা আদায় করা বিদআত এবং গুনাহের কাজ। এই কথাগুলো কি সঠিক?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
এদের বক্তব্য থেকে জনসাধারণের দূরে থাকা কর্তব্য। এদের উদ্দেশ্যই হল মানুষের মাঝে বিভ্রান্তি ও ফেতনা সৃষ্টি করা। আর প্রশ্নে উল্লেখিত বিষয়গুলোও সঠিক নয়।