প্রশ্ন : আসসালামু আলাইকুম, ১। আপনার সাইটে মাসবূক অবস্থায় ইমামের পিছনে তাশাহহুদ এবং কালিমায়ে শাহাদাত বার বার পড়া জায়েয বলেছেন, তাহলে আশহাদু আল্লাহ তে যে আঙ্গুল দিয়ে ইশারা করতে হয় সেটা যতবার পড়বো ততবারই কি আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে নাকি শুধু প্রথমবার করলেই হবে? ২। আঙ্গুল দিয়ে ইশারা করা সুন্নাত না মুস্তাহাব?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
১। মাসআলাটি হুবহু খুঁজে পাইনি। তবে যতবার পড়বে ততবার ইশারা করা উচিত বলে মনে হয়। এছাড়াও মাসবূক ধীরে ধীরে তাশাহহুদ পড়তে পারে। ইমামের পূর্বে শেষ হয়ে গেলে চুপচাপ বসে থাকবে।
২। মুস্তাহাব বা সুন্নাতে গাইরে মুআক্কাদাহ। আসলে সুন্নাতে গাইরে মুআক্কাদাহ আর মুস্তাহাব একই।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৭২৬