প্রশ্ন : আসসালামু আলাইকুম যে মেয়ে কারো সাথে পালিয়ে গিয়েছিল তাকে বিয়ে দেয়ার সময় ছেলে পক্ষকে কি বলে নিতে হবে যে, আগে মেয়ে অন্য ছেলের সাথে ভেগে গিয়েছিল? বলে নিলে হয়তোবা ছেলে পক্ষ রাজি হবে না? আবার না বলে নিলে আল্লাহর কাছে গুনাহগার হতে হবে কি?
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম
না, ছেলে পক্ষ এ ব্যাপারে কোন কিছু জানতে না চাইলে তাদেরকে নিজ থেকে আগে বেড়ে বলা জরুরী নয়। তবে তারা এ ব্যাপারে জানতে চাইলে তখন গোপন করা জায়েয হবে না। আর এগুলো সাধারণত বিবাহের পরে জানাজানি হয়েই যায়। তখন সঙ্কট চরম আকারে ধারন করে। তাই বিবাহের পূর্বেই এগুলো স্পষ্ট করে নিয়েই এগুনো ভালো।