প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার ৩টি কসম ভঙ্গ হয়েছে। যদি সময় সুযোগ মত এক দিন, দুই দিন, পাঁচ দিন ইত্যাদি ব্যবধানে একটি করে কাফফারা দেই। অর্থাৎ যখনই হাতে টাকা থাকে তখন একটি কাফফারা দিচ্ছি এই নিয়তে একজনকে ১.৭০০ কেজি আটার মূল্য দিয়ে দিলাম। এভাবে ৩০ জনকে দিলে ৩টি কাফফারা আদায় হবে কি?
উত্তর :হ্যাঁ, আদায় হয়ে যাবে।–রদ্দুল মুহতার ৩/৭২৫; ফাতওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ১২/৪৬