প্রশ্ন : আসসালামু আলাইকুম ১। মীলাদের পরে যে তোবারক দেয়া হয় সেই তোবারক নেওয়া বা খাওয়া যাবে কি? ২। কোনো মান্নত করা তোবারক খাওয়া যাবে কি?(যেমন কেউ যদি বলে আমি সুস্থ হলে মসজিদে তোবারক দিবো।) ৩। মৃত ব্যক্তিকে গোসল করানোর পূর্বে দেখলে কি গোসল করতে হবে? গোসল না করলে কি গুনাহ হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
১। নিম্নোক্ত লিঙ্কের ৫ নং উত্তরে আপনি আপনার উত্তর বিস্তারিত পেয়ে যাবেন ইংশাআল্লাহ।
http://muftihusain.com/ask-me-details/?poId=1019
২। কেউ যাকাত গ্রহনের উপযুক্ত তথা গরীব হলে খেতে পারবে।–হাশিয়ায়ে তাহতাবী, পৃষ্ঠা ৬৯৩; আল বাহরুর রায়েক ২/৫২১
৩। না, গোসল করতে হবে না।

Loading