প্রশ্ন : কেউ যদি বলে “আমি সেই সেই মেয়েকেই বিবাহ করব সেই তালাক” তাহলে কি তালাক হবে? যদি হয় তাহলে বিবাহ কীভাবে সহীহ হবে?
উত্তর :হ্যাঁ, সে যখনই কোন বিবাহ করবে তখনই তার স্ত্রী তালাক হবে। এ থেকে বাঁচার উপায় হল, তৃতীয় কোন ব্যক্তি তাকে কোন মহিলার সাথে বিবাহ করিয়ে দিবে। অর্থাৎ তৃতীয় ব্যক্তি তার পক্ষ থেকে কবূল করবে। এরপর ঐ তৃতীয় ব্যক্তি তার নিকট এসে বলবে, আমি তোমাকে অমুকের সাথে বিবাহ করিয়ে দিয়েছি তুমি মোহর বাবদ কিছু দাও। সে মৌখিকভাবে কিছু না বলে তাকে মোহর বাবদ কিছু দিয়ে দিবে। আর উক্ত ব্যক্তি তার স্ত্রীকে তা দিয়ে বলবে তোমার স্বামী এটা তোমাকে মোহর বাবদ দিয়েছে। এর দ্বারা কার্যত তার বিবাহ হয়ে যাবে এবং কসমের কারনে তার স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে না।–রদ্দুল মুহতার ৩/৮৪৬; ফাতাওয়া হিন্দিয়া ১/৪১৯