প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আপনার একটি প্রশ্নের উত্তরে দেখলাম যদি কারো জামাতে নামাযের দুই এক রাকাত ছুটে যায় তাহলে শেষ বৈঠকে আত্যাহিয়্যাতু এত আস্তে পড়বে যে, ইমামের দুআয়ে মাছূরা শেষ হয়ে যায়। আমার প্রশ্ন যদি ইমামের দূরূদ ও দুআয়ে মাছূরার আগে মাসবূকের আত্যাহিয়াতু পড়া শেষ হয়ে যায় তবে কি করবে? চুপ করে বসে থাকবে নাকি আস্তে আস্তে দুরূদ পড়বে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
এমতাবস্থায় সে হয়তোবা পুনরায় দ্বিতীয় বার তাশাহহুদ পড়বে অথবা তাশাহহুদের শেষে যে কালিমায়ে শাহাদাত আছে, তা ইমামের সালাম ফিরানো পর্যন্ত দোহরাতে থাকবে অথবা একবার তাশাহহুদ পড়ে চুপচাপ বসে থাকবে। মাসবূকের জন্য উপরোক্ত তিন সূরতের যে কোনটি জায়েয।– আদ্দুররুল মুখতার ও রদ্দুল মুহতার ১/৫১১; হাশিয়ায়ে তাহতাবী ১/১৮১

Loading