প্রশ্ন : যাকাতের নিসাব পূর্ণ হলে শতকরা ২.৫% হারে আমরা যাকাত দিয়ে থাকি। এ ২.৫% হারটি কুরআন ও সহীহ হাদীসের কোথায় আছে? জানালে কৃতজ্ঞ থাকব ৷ শুকরান

উত্তর :

অসংখ্য হাদীসে বর্ণিত রয়েছে “যখন তোমার দুইশত দিরহাম হবে এবং তার উপর বছর পূরা হবে তখন তাতে পাঁচ দিরহাম যাকাত আসবে।আর যখন বিশ দীনার হবে এবং তার উপর বছর পূরা হবে তখন তাতে অর্ধ দীনার যাকাত ফরজ হবে”।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ১৫৭৫; সুনানে তিরমিজী, হাদীস নং৬২০; সুনানে ইবনে মাজাহ, হাদীস নং১৭১৯; সুনানে বাইহাকী, হাদীস নং৭৫০৭।

Loading