প্রশ্ন : কোন ব্যক্তি একটি গরু ক্রয় করল, তাহলে কি সে এটাতে একটি কুরবানী ও তার ৬ জন সন্তানের আক্বীকা দেওয়ার নিয়ত করতে পারবে? যদি জায়েয হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে গোশতের বন্টন কিভাবে হবে? একটু স্ববিস্তারে জানাবেন প্লিজ, জাযাকাল্লাহু খায়রান।

উত্তর :

হ্যাঁ, একটি গরুতে এক ভাগ কুরবানী এবং ছয় ভাগ আকীকাহ এর নিয়ত করতে পারবে। মুস্তাহাব বা উত্তম হল আকীকাহ এর গোশত কুরবানী এর গোশতের ন্যায় তিন ভাগ করে এক ভাগ নিজে রাখবে,এক ভাগ গরীব মিসকীনকে দিবে এবং এক ভাগ আত্মীয়- সজন ও প্রতিবেশীকে দিবে। তবে এটা ওয়াজিব নয়। বরং মুস্তাহাব। অবশ্য কেউ যদি পুরো গোশত নিজে রাখে বা পুরোটা বিলিয়ে দেয় তবে এত কোন অসুবিধা নেই। আর গোশত কাঁচা বা রান্না করে ইচ্ছেমত বিলানো যায়। – ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০০;রদ্দুল মুহতার ৬/৩৩৫; তুহফাতুল মাউদুদ ফি আহকামিল মাউলূদ পৃষ্ঠা ৬২।

Loading