প্রশ্ন : কেউ যদি নিজের অজ্ঞাতে কোন শিরক বা কুফুরী করে ফেলে এবং পরে আল্লাহর রহমতে এ ব্যাপারে জ্ঞাত হয় তাহলে তার কি করণীয়

উত্তর :

শিরক ও কুফরীর একাধিক স্তর রয়েছে। এগুলোর কোনটি দ্বারা ঈমান চলে যায় আর কোনটির দ্বারা ঈমানের ক্ষতি হয়। যেগুলোর দ্বারা ঈমান চলে যায় তার কোন একটি প্রকাশ পেলে নতুন করে কালেমা পড়ে বিবাহ দোহরিয়ে নিতে হবে। অন্যথায় তাওবা ও ইস্তিগফার করতে হবে। তাই কেবল নির্দিষ্ট সূরত উল্লেখ করলেই নির্দিষ্টভাবে জবাব দেওয়া সম্ভব। – ফাতাওয়া হিন্দিয়া ২/২৮৩; রদ্দুল মুহতার ৪/২৪৬,২৪৭

Loading