প্রশ্ন : আসসালামু আলাইকুম হযরত আমার প্রশ্ন গুলো হলো:-১:হযরত আমার একটা দিলের হালত আমি যখন নামাজ আদায় করি,কেনো জানি মনে হয়,আমার নামাজ এতো দ্রুত হচ্ছে,আহ!আর পাশের জন কত সময় বেশী নিয়ে নামাজ আদায় করছে?এই যে মনে হওয়া এতে কি গুনাহ হবে?নামাজের ক্ষতি হবে?মাঝে মাঝে চাই আমি বেশী সময় নিয়ে নামাজ আদায় করবো অমুকের চেয়ে?এই যে হাল এতে কি গুনাহ হবে?আমার কেনো জানি মনে এসে যায়,সবসময় ও আবার হয়না,আমি কি করতে পারি?২য় প্রশ্ন হলো:হযরত আমি আলহামদুলিল্লাহ এত বড় হয়েছি কখন মনের অজান্তে কাউকে গালি দেইনি,কিন্তু কেউ আমার কাছে বা ইবাদত করছি গালি ‘মন্দ কথা বলেছে,আমি শুনলে মনের মধ্যে যেনো গালি উচ্চারিত হয়,এতে কি অযু ছুটে যাবে?আমি মুখে বলিনা কিন্তু এই গালি মন্দ কথা অন্তরে ইবাদত ছাড়া অন্য সময় আসে যে বার বার যেনো মাঝে মাঝে প্রতিদিন ই নাতা হয় তবে।এক্ষেত্রে তাহলে গুনাহ হবে?
উত্তর :১। না, গোনাহ বা নামাযের ক্ষতি হবে না। আপনি সাধ্যমত খুশু-খুজুর সাথে এবং একাগ্রচিত্তে নামায আদায়ের চেষ্টা করবেন।
২। না, এতে উযূ নষ্ট হবে না। গালি-গালাজ থেকে অন্তরকে পবিত্র রাখা চাই। তবে কখনো অনিচ্ছায় এসে গেলে গোনাহ হবে না।–সহীহুল বুখারী, হাদীস নং ২৫২৮।