প্রশ্ন : আসসালামু আলাইকুম, হযরতের কাছে জানতে চাই,কারো কাছ থেকে হজ্জে যাবার জন্য টাকা ধার করা যাবে কি? আর এভাবে কৃত হজ্জের দ্বারা ফরজ হজ্জ আদায় হবে কি?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম,

যখন ইয়াকীন হবে যে, আপনি ধার নেওয়া টাকা ফিরিয়ে দিতে পারবেন তখন প্রয়োজন অনুপাতে টাকা ধার নিয়ে হজ্জে যাওয়া যাবে এবং এর দ্বারা ফরজ হজ্জও আদায় হবে। -রদ্দুল মুহতার ৩/৪৫৫(যাকারিয়া); ফাতাওয়া রহীমিয়া ৮/৩৩।

Loading