প্রশ্ন : আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্ন হল  প্রত্যেক ফরজ নামাযে কোন সুরা গুলো পড়া সুন্নত? যেমন ফজরে কাফিরুন আর ইখলাস পড়া সুন্নত, আর বাকি ওয়াক্তের নামাযে কোন কোন সুরা পড়া সুন্নত?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।

ফজর ও যোহরের ফরজ নামাযে তিওয়ালে মুফাসসাল (সূরা হুজুরাত থেকে বুরূজ পর্যন্ত), আসর ও ইশার নামাযে আউসাতে মুফাসসাল (সূরা ত্বারিক থেকে বায়্যিনাহ পর্যন্ত) এবং মাগরিবে কিসারে মুফাসসাল (সূরা যিলযাল থেকে নাস পর্যন্ত) এর মধ্য থেকে প্রতি রাকাআতে যে কোন একটি সূরা অথবা কোন কোন সময় বড় কোন সূরা থেকে এ পরিমান ক্বিরাআত পড়া সুন্নাত।

আর সুন্নাত নামাযে যে কোন সূরা পড়া যায়। তবে ফজরের দুই রাকাআত সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝে মধ্যে সূরা কাফিরুন এবং সূরা ইখলাছ পড়েছেন।  (সহীহ মুসলিম, হাদীস নং ১৭২৩; মুসনাদে আহমাদ, হাদীস নং ৮৩৬৬; সুনানে নাসায়ী, হাদীস নং ৯৮২; সুনানে বাইহাক্বী, হাদীস নং ৪১৭৬)

Loading