প্রশ্ন : নফল নামাজে কোন কিছু প্রার্থনা কি ভাবে করতে হয়? সিজদায় প্রার্থনা করব,না নামাজ শেষে দোয়া করে চাইব?-শামীম ওসমানী,ব্রাজিল
উত্তর :আপনি চাইলে নফল নামাযে সিজদায় দুআ করতে পারেন। তবে দুআ আরবী ভাষায় কুরআন বা হাদীসে বর্ণিত কোন দুআ হতে হবে। অন্য ভাষায় করা জায়েয নয়। অনুরূপভাবে নামাযের শেষেও যে কোন ভাষায় করতে পারেন।- রদ্দুল মুহতার ১/৫২১; হাশিয়ায়ে তাহতাবী, পৃষ্ঠা ২৭২;আল বাহরুর রায়েক ১/৫৭৮,৫৭৯।