প্রশ্ন : আসসালামুয়ালাইকুম হযরত ভালো আছেন আশা করি।মেয়ের অসুস্থতাসহ বেশ কিছু জটিল প্রতিবন্ধকতা যে ছিলো সমাধান কি হয়েছে আল্লাহ কৃপায়? যাক হযরত আমার প্রশ্ন গুলো হলো; (ক)সুন্নাত নামাজ এর পর ফরয নামাজের আগে বা যে কোনো ফরয নামাজের আগে সময় থাকলে (এছাড়া ও অন্য ভাবে বলা যায় আর ও জুম্মার দিন খুতবা শুনার আগ অবধি,যেই সময় থাকে) আমি কি চাইলে যত রাকাত ইচ্ছে নফল পড়তে পারবো? (খ)আর একটা প্রশ্ন হলো সুন্নাত নামাজ যেগুলো চার রাকাত ওগুলোতে কি চার ও রাকাতে সূরা মিলাতে হবে?এমনিতো দ্বিতীয় রাকাতে এর পর বাকি দুই রাকাত এ শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যায়!এভাবে কি অশুদ্ধ হবে? (গ)আর হযরত জুম্মার নামাজ কত রাকাত দুই রাকাত জামাতের সাথে পড়ার সাথে একটি পুরো পুরো পদ্ধতি ও রাকাতের সংখ্যা টা বললে কৃতজ্ঞ থাকবো। আল্লাহ কাছে আপনার উত্তম প্রতিদানের জন্য দোয়া করি। -মেহরাব হোসেন হাসিব,চাঁদপুর
উত্তর :ওয়া আলাইকুমুস সালাম,
(ক) হ্যাঁ,ফজর ও মাগরিব ব্যতীত অন্য ওয়াক্তে ফরজ নামাযের পূর্বে যত রাকাত ইচ্ছা নফল পড়তে পারবেন। কেননা ফজরের পূরো ওয়াক্তে ফজরের দু রাকাআত সুন্নাত ব্যতীত অন্য কোন নফল পড়া জায়েয নেই। আর মাগরিবের পূর্বেও নফল নামাযের ব্যাপারে হাদীস শরীফে নিষেধাজ্ঞা এসেছে। অনুরূপভাবে জুমুআর সময় খতীব বয়ান শুরু করলেও নফল নামায না পড়া চাই। -সহীহ মুসলিম, হাদীস নং ১৭১১; সুনানে আবূ দাউদ, হাদীস নং ১২৮৬
(খ) ফরজ নামায ব্যতীত অন্যান্য সকল নামাযের প্রত্যেক রাকাআতে সূরা ফাতেহার সাথে অন্য একটি সূরা বা ছোট তিন আয়াত পরিমান কিরাআত মিলানো ওয়াজিব। আর ফরজ নামাযে শুধুমাত্র প্রথম দুই রাকাআতে কিরাআত মিলানো ওয়াজিব। -সহীহুল বুখারী, হাদীস নং ৭৬২; রদ্দুল মুহতার ১/৪৫৮,৪৫৯;তাবয়ীনুল হাকায়েক ১/৪২৪।
(গ) জুমুআর পূর্বে চার রাকাআত সুন্নাতে মুআক্কাদাহ। আর পরে কত রাকাআত সুন্নাতে মুআক্কাদাহ এ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে ছয় (প্রথমে রাকাআত চার পরে দুই রাকাআত) রাকাআত পড়ার মধ্যেই সতর্কতা নিহিত। তবে কেউ চার রাকাআত পড়তে চাইলে এ সুযোগও রয়েছে। – সহীহ মুসলিম, হাদীস নং ২০৭৩; শরহু মাআনীল আসার, হাদীস নং ১৮২৭; ইলাউস সুনান ৭/১৭;ফাতাওয়া দারুল উলূম ৫/১২৯।