প্রশ্ন : নামাজের পর সম্মিলিত ভাবে মুনাজাত করার হুকুমকি?
উত্তর :জরূরী মনে না করলে এবং বাড়াবাড়ি না করলে মুস্তাহাব।-সুনানে আবূ দাউদ ,হাদীস নং ১৪৯২,১৫২২;সুনানে নাসাঈ,হাদীস নং;সুনানে তিরমিজি,হাদীস নং ৩৫৭,৩৮৫,৩৪৯৯;সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১২৯৬,১৪৮৯;মুস্তাদরাকে হাকেম, হাদীস নং ৫৪৭৮;এলাউস সুনান ৩/১৬১; ফাতহুল বারী ২/৩৩৫; ফাতহুল মুলহিম ২/১৬; ফাইযুল বারী ২/৪৩১;উমদাতুল কারী ৬/১৩৯; এমদাদুল ফাতাওয়া ১/৭৯৬।