প্রশ্ন : আমি প্রতি সপ্তাহ চাকুরীর জন্য ঢাকা থেকে জামালপুর যাই,সেখানে চারদিন থাকি,আমার কসর নামাজ পড়তে হবে কি?

উত্তর :

জামালপুর যদি আপনার ওয়াতনে আছলী (স্থায়ী বাড়ি) বা ওয়াতনে ইকামত (অস্থায়ী বাড়ি, যেখানে আপনি কমপক্ষে টানা ১৫ দিন থেকেছেন) না হয়ে থাকে এবং ঢাকা থেকে জামালপুরের দূরত্ব কমপক্ষে ৭৮ কিলোমিটার হয়ে থাকে তবে সেখানে ১৫ দিনের কম অবস্থানের নিয়তে গেলে আপনি কসর করতে থাকবেন। -মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস নং ৮২১৭; রদ্দুল মুহতার ২/১২১-১২৩; আল বাহরুর রায়েক ৪/৩৪১।

Loading