প্রশ্ন : আমার প্রশ্ন হলো : আমি যদি কাউকে টাকা ধার দেই এই ধরেন 20 হাজার টাকা বা এর কম। তখন সে যদি আমাকে টাকাটা দেওয়ার সময় খুশি হয়ে 1 বা 2 হাজার টাকা দেয় এই টাকাটা কি নেওয়া যাবে? এটা কি সুদ বলে গন্য হবে নাকি হবে না? যদি একটু দয়া করে বলতেন অনেক অনেক ভালো হত।
উত্তর :যদি পূর্ব থেকে এমন কোন শর্ত না করা হয়ে থাকে অথবা ঐ এলাকার এমন প্রচলন (অর্থাৎ কেউ ঋণ নিলে ফিরিয়ে দেওয়ার সময় বেশি দিয়ে থাকে) না থেকে থাকে তবে ঋণের অতিরিক্ত দেওয়া বা নেওয়া জায়েয। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাবের বিন আব্দুল্লাহ (রাঃ) কে ঋণ পরিশোধের সময় পাওনার বেশি দিয়েছিলেন। তবে ঋণ দাতার যেন এমন আশা না থাকে যে, তাকে দেওয়ার সময় বেশি দেওয়া হবে।–সহীহুল বুখারী, হাদীস নং ৪৪৩; ফাতাওয়া হিন্দিয়া ৩/২০২; ইলাউস সুনান ১৪/৫০০