প্রশ্ন : আমি একটা ইসলামিক video তে দেখছি যে, মাওলানা বলছেন যে নিজের স্বপ্ন এর ব্যাখা অন্য কেউ যে ভাবে বলে সে ভাবে হয়। তাহলে আমার প্রশ্ন হল যে আমি স্বপ্ন দেখে নিজে যদি না বুঝে কিছু একটা ভেবে ফেলি যে, এইটা তো এমন হতে পারে তাহলে তখন কি সেই মত কিছু হতে পারে? আর আমি যদি কাউকে (স্বপ্ন ব্যাখায় অনভিজ্ঞ) আমার স্বপ্ন এর কথা বলি আর তার মনে যদি আমার স্বপ্ন এর কথা শুনে খারাপ কিছু আসে। যে এর ব্যখা এমন হতে পারে। কিন্তু আমাকে সে কিছু বলেনি। তাহলে কি কিছু হবে সে মতে?

উত্তর :

হ্যাঁ, হাদীস শরীফে আছে স্বপ্ন কেউ কাউকে বললে সে যেমন ব্যাখ্যা দিবে তেমনই ঘটবে। এজন্যই স্বপ্ন জ্ঞানী (আলেম) বা হিতাকাঙ্ক্ষী ব্যতীত অন্যদের বলতে হাদীস শরীফে নিষেধ করা হয়েছে।–জামে তিরমিজী, হাদীস নং ২২৭৮
আর মনে মনে ভাবা নয় বরং কেউ কোন ব্যাখ্যা বললে তেমন হবে।

Loading