প্রশ্ন : আসসালামু আলাইকুম, আমার যদি মনে হয় যে নামাজের মাঝখানে অপবিত্র(পেশাবের ফোঁটা,,, নিশ্চিত নই) হয়ে গেছি যে ব্যাপারে আমি অনিশ্চিত, এবং ঘরে নামাজের ইমামতি করলাম,পরে আবার চেক করে মনে হল যে লেগেছে, তাহলে কি আমাকে এবং আমার পিছনের মুক্তাদিদের আবার নামাজ পড়তে হবে?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
হ্যাঁ, যদি নামাযের মধ্যে বাস্তবেই পেশাবের কতরা আসে বা এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় তবে আপনার ও মুক্তাদী সকলের নামায নষ্ট হবে এবং তা পুনরায় পড়ে নিতে হবে।–সুনানে তিরমিজী, হাদীস নং ১; আল বাহরুর রায়েক ১/৫৯

Loading