প্রশ্ন : সেদিন ফজর নামাযের ১ম রাকাতে (একা) সূরা নাসর পুরোটা তিলাওয়াত করার পর দেখলাম যে সূরার একটা জায়গায় তিলাওয়াত করতে ভুল করেছি, সেজন্য সূরাটি পুনরায় তিলাওয়াত করে ১ম রাকাআত সম্পন্ন করে বাকী নামায আদায় করি। এক্ষেত্রে আমার নামায কি আদায় হবে। বিনীতভাবে জনাবের নিকট জানতে চাচ্ছি।
উত্তর :হ্যাঁ, আপনার নামায সহীহ হয়ে গিয়েছে।–ফাতাওয়া হিন্দিয়া ১/৮২; ইমদাদুল ফাতাওয়া ১/১৬৮