প্রশ্ন : মাসজিদের নামাযের সুচীতে লিখা আছে, আসরের জামাত ৪.৪৫ মিঃ আরম্ভ হবে। কিন্তু কোন বিশেষ কারনে একদিন ২ মিনিট পরে জামাআত হয়, এতে ওয়াদা ভঙ্গের গুনাহ হবে কি?

উত্তর :

না, তা হবে না। এটা তো একেবারেই স্বাভাবিক বিষয়। মানুষ মাত্রই তা মাঝেমধ্যে হওয়া স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও কখনো কখনো স্বাভাবিক সময়ের বেশ পরে নামায পড়িয়েছেন।–সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪২১; সুনানে নাসায়ী, হাদীস নং ৫৩৬

Loading