প্রশ্ন : আমি একজন মুসলিম মেয়ে। নামায পড়ি। আমি বৌদ্ধ ধর্মের একজনকে ভালবাসি। এখন সে মুসলিম হতে রাজি। সে বলেছে আল্লাহর প্রতি ঈমানের প্রতি বিশ্বাস আনবে। এখন আমার প্রশ্ন হলো, আমি তার পরিবারের সাথে থাকবো না কিন্তু তার পরিবার যদি ঘুরতে আসে বা আমরা যাই তাহলে কি কোন গুনাহ হবে? দয়া করে উত্তর দেবেন অনেক আশায় রইলাম।

উত্তর :

এখানে কথা হল, আপনি কি আপনার অভিভাবকের সম্মতিতে বিবাহ করবেন? যদি তাদেরকে না জানিয়ে বিবাহ করেন তবে বিবাহই হবে না। আসলে এমন ছেলেকে বিবাহ করার অর্থ হল নিজের দ্বীনদারীকে ঝুঁকিতে ফেলা এবং আখেরাতকে নষ্ট করা।
আর যদি সে আসলেই ইসলাম গ্রহন করে এবং আপনার পিতা-মাতা বিবাহের অনুমতি দেয় তবে বিবাহ হতে পারে। সেক্ষেত্রে আপনি তার পরিবারের নিকট যেতে পারেন এবং তারাও আসতে পারে। তবে শর্ত হল, তারা আপনার দ্বীনের বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না এবং আপনি প্রভাবিত হবেন না। যদি তারা আপনাকে ইসলাম ছেড়ে দেওয়ার জন্য চাপাচাপি করে বা অন্য কোন ভাবে প্রভাবিত করার চেষ্টা করে তবে সেখানে যাওয়া জায়েয হবে না।–রদ্দুল মুহতার ৩/৮৬; ফাতাওয়া হিন্দিয়া ১/২৯২

Loading