প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার কম্পিউটার কাজের দোকান রয়েছে। অনেক সময় খুচরা টাকা না থাকলে কাস্টমার 150 টাকা বিল হলে সেখানে 200 টাকা দিয়ে বলে 50 টাকা পরে নিয়ে যাব, আমি মনে করেছি সেতো আমার কাছে মাঝে মাঝে আসেই তাই যখন আসবে টাকাটি দিয়ে দেব। অতঃপর সে যদি আর না আসে এবং তার সাথে যোগাযোগের কোন মাধ্যম না থাকে তখন আমি কি করব? আমি আপনার নিকট ইতিপূর্বে প্রশ্ন করেছিলাম আপনি বলেছেন এক্ষেত্রে আর কি-ই বা করবেন। কিয়ামতের ময়দানে তার প্রতিদান পাবেন ইংশাআল্লাহ। আমি উত্তরটি বুঝলাম না, তার দাবী আমি কিভাবে পূরণ করবো?

উত্তর :

ওয়া আলাইকুমুস সালাম
পূর্বের প্রশ্নের উত্তর দিতে আমার ভুল হয়ে গিয়েছে। আমি বুঝেছিলাম টাকা আপনি পাবেন। সে হিসেবেই আমি উত্তর দিয়েছিলাম। আসলে বিষয়টা উল্টা। পূর্বের উত্তরটাও ঠিক করে দিলাম।
এক্ষেত্রে যদি তার কোন হদিস না পান তবে তার ওয়ারিশদেরকে তা ফিরিয়ে দিতে হবে। আর তাদের কাউকে পাওয়া না গেলে মূল মালিককে ছাওয়াব পৌঁছানোর নিয়তে সদকাহ করে দিতে হবে।–রদ্দুল মুহতার ৫/২৩৫; ফাতাওয়া উসমানী ৩/১২০, ১২১

Loading